গ্রাফিক আর্টস ইনস্টিটিউট এ প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইনস্টিটিউট এর অধ্যক্ষ ইঞ্জিঃ নীহার
রঞ্জন দাস বেলুন ফুটিয়ে ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করেন। উক্ত সময় আরো উপস্থিত
ছিলেন ইনস্টিটিউট এর শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ, আমন্ত্রিত অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট
ব্যাক্তিবর্গ সহ অনেক দর্শক।
এই ক্রীড়া প্রতিযোগীতায় ১৫ টির বেশী খেলাধুলা ও অন্যান্য
বিষয় শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। যেমনঃ
ছেলেদেরঃ মেয়েদেরঃ
১। ১০০ মিটার দৌড় ১। ভারসাম্য
দৌড়
২। উচ্চ লাফ ২।
দড়ি লাফ
৩। দীর্ঘ লাফ ৩।
গ্লোক নিক্ষেপ
৪। গ্লোক নিক্ষেপ ৪।
চাকতি নিক্ষেপ
৫। ব্যাডমিন্টন প্রতিযোগিতা ৫। দাবা
৬। দাবা ৬।
চেয়ার সিটি
৭। কেরাম ৭।
কেরাম
৮। ক্রিকেট টুর্নামেন্ট
তাছাড়া অন্যান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন- যেমন
খুশি তেমন সাজ ও আমন্ত্রিত মহিলাদের জন্য বালতি খেলা অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়
স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন স্থানীয় মাননীয়
সংসদ সাদেক খান এম.পি ও বজলুল রহমান।
এ সময়ে প্রধান অতিথি শিক্ষাথীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামুলক
বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন অন্যান্য বৎসর এর ন্যায় এ বৎসর ক্রীড়া প্রতিযোগিতা
অত্যান্ত উৎসাহ ও উদ্দীপনার সংঙ্গে উদযাপিত হয়েছে।
যাহা ইনস্টিটিউট এর গৌরব উজ্জল ইতিহাসে নতুনমাত্রা যোগ করতে সক্ষম হয়েছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছাড়া গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ২১ শে ফেব্রুয়ারী, ২৬ শে মার্চ এবং ১৬ ই ডিসেম্বর বিভিন্ন খেলাধুলা ও মুজিব বর্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও অনুষ্ঠিত হয়। যাহা শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা যোগাতে সক্ষম হয়েছে।